এনএফবি, কলকাতাঃ
ঊর্ধ্বমুখী কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ সাগরমেলা বন্ধ করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয় ৷
এদিন,ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি অধ্যাপক অমিতাভ দত্ত প্রেস বিবৃতিতে জানান, কোভিড সংক্রমণ এখনই দ্বিতীয় ঢেউ কে অতিক্রম করেছে ৷ চিকিৎসার সাথে যুক্ত বহু মানুষ কোভিড আক্রান্ত ৷ যদিও এবারে তেমন অসুস্থতার খবর না আসলেও যে হারে সংক্রমণ বাড়ছে তাতে কদিন পর সরকারি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে ৷ গঙ্গাসাগরে প্রতিবছর প্রায় ৩০ লক্ষ মানুষের সমাগম হয় ৷ এই বিপুল জনসমাগমে জন স্বাস্থ্য ব্যাহত হবেই ৷ এই অবস্থার পরিপ্রেক্ষিতে সাগর মেলা বন্ধ করার অনুরোধ জানানো হয় ৷
অপরদিকে গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ভিড় জমতে শুরু করেছে বাবুঘাটে ৷ ভিন্ রাজ্য থেকে আসা অধিকাংশ সাধু -সন্ন্যাসীদের মুখে মাস্ক নেই ৷ এই করোনা আবহে এক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা প্রবল ৷
এরই মধ্যে আদালতে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় যে, সাগরদ্বীপের ৭১.৮৭ % মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছে আর ৪৯.৫১% মানুষ টিকার দ্বিতীয় ডোজ পেয়েছে ৷ তার পরিপ্রেক্ষিতে বলাযায় সাগরদ্বীপের অধিকাংশ বাসিন্দার টিকাকরণ হয়ে গেছে ৷ অ্যাডভোকেট জেনারেল আজ আদালতে জানায় সমস্ত রকম কোভিড বিধি মেনে তারা গঙ্গাসাগর মেলা করতে চায় ৷