খড়্গপুরে উল্টো ভাবে পতাকা উত্তোলন বিজেপি বিধায়কের

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বিজেপির বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে খড়্গপুর স্টেশন সংলগ্ন বগদা এলাকায় বিজেপির একটি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উল্টোভাবে। সাথে সাথেই উদ্যোক্তারা পতাকা নামিয়ে আবার সঠিকভাবে পতাকা উত্তোলন করেন।

YouTube player

এপ্রসঙ্গে ,হিরণ্ময় চট্টোপাধ্যায় বলেন, “উল্টো দিক দিয়ে প্রচন্ড হাওয়া দিচ্ছিল। আর যেভাবে বাঁধা হয়েছিল পতাকাটা উল্টে গিয়েছিলো। সঙ্গে সঙ্গে আমরা তা ঠিক করে তা সোজা করে নিয়েছি। প্রকৃতির হাওয়া তাতে যদি উল্টে যায় সেটা সোজা করে নেয়া আমাদেরই দায়িত্ব, আমাদের কর্তব্য।” এদিন তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করেন বলে দাবি বিধায়কের।

আরও পড়ুনঃ হিংসার ওষুধ নেই-রেড রোডে ডাক না পেয়ে শুভেন্দুর প্রতিক্রিয়া