লেটেস্টস্থানীয়

পটাশপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

চায়ের দোকানে বচসার জেরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। বর্তমানে গুলিবিদ্ধ ওই তৃণমূল নেতা চিকিৎসাধীন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পটাশপুর দু’নম্বর ব্লকের বড় উদয়পুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই তৃণমূল নেতার নাম তপন প্রধান। অভিযুক্তের নাম সঞ্জীব নায়েক। জানা গিয়েছে সঞ্জীব কর্মসূত্রে কলকাতায় থাকেন, বুধবার রাতে প্রতিবেশী তপন প্রধানের সঙ্গে একটি চায়ের দোকানে রাজনৈতিক কথাবার্তায় তর্কবিতর্কের সৃষ্টি হয় তাঁর। তর্কবিতর্কের পাশাপাশি শুরু হয় হাতাহাতি, সেই সময় সঞ্জীব তাঁর বন্দুক থেকে একটি শূণ্যে গুলি চালিয়ে দেয় ভয় দেখানোর জন্য। তপন প্রধান প্রতিবাদ করলে তাঁর দিকে গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। সেই গুলি তপন প্রধানের কোমরে লাগায় মাটিতে লুটিয়ে পড়ে তপন প্রধান। সঞ্জীব পালাতে গেলে স্থানীয়রা তাকে পাকড়াও করে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ এসে ওই বন্দুক সহ সঞ্জীবকে আটক করে। অন্যদিকে ওই তৃণমূল নেতাকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা, শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।

আরও পড়ুনঃবহরমপুরে পুর প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে গুলি