এনএফবি, জলপাইগুড়িঃ
শনিবার জলপাইগুড়ি টাউন ক্লাব এবং এস পি এস এম জির যৌথ উদ্যোগে অনুর্ধ্ব পনেরোর খুদে দের নিয়ে এক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো।
এই প্রসঙ্গে জেলা শহরের অন্যতম প্রবীণ খেলোয়াড় সন্তু চ্যাটার্জি বলেন, “উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়দের খুঁজে বার করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য, সেই কারণেই এবার প্রথম আশপাশের জেলার বিভিন্ন ক্রিকেট কোচিং ক্যাম্প থেকে খুদে খেলোয়াড়দের নিয়ে একটি অনুর্ধ্ব পনেরো টুর্নামেন্টের আয়োজন করা হলো।”
অপরদিকে টাউন ক্লাবের সঙ্গে কলকাতার যে এস পি এস এম জি একাডেমি যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির গত নভেম্বর মাস থেকে চালিয়ে আসছে তাদের পক্ষে প্রাক্তন রঞ্জি ট্রফি খেলা এক প্রশিক্ষক জানিয়েছেন, “জলপাইগুড়ি সহ আশপাশের জেলা গুলোতে বহু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে তাদের প্রকৃত প্রশিক্ষণ দিয়ে যাতে ক্রিকেট দুনিয়ার মূল স্রোতে খেলার যোগ্য করে তোলা যায় তারই প্রয়াস চলছে ।”