এনএফবি, ঝাড়গ্রামঃ
“চিরকুটে চাকরি হত বাম আমলে, এজেন্সি দিয়ে তুঘলকি কায়দায় দেশ চালাচ্ছে বিজেপি” বৃহস্পতিবার ঝাড়গ্রামে কর্মী সম্মেলন থেকে একথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “বিজেপি পার্টি দেশে আজকে তুঘলকি রাজত্ব চালাচ্ছে। কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে দেশে তুঘলকি কান্ড চালাচ্ছে। কারোর আজকে বাঁচার অধিকার নেই, স্বাধীনতার অধিকার নেই, নাগরিকত্বের অধিকার নেই সব অধিকারকে খর্ব করে দিয়েছে। যত ইমপর্টেন ইনস্টিটিউশন বিজেপির লোক ছাড়া কেউ যাবেনা । বড় বড় কথা বলছে আগেতো চিরকুট দিয়ে চাকরি করতো । একটা চিরকুট দিয়ে ট্রানস্ফার করতো। একটা চিরকুট দিয়ে চাকরি করতো সিপিএমের ৩৪ বছরে আমি অনেক খোঁজ নিয়েছি । আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করব করিনি আমি ভদ্রতা করেছি ।”
দুদিনের ঝাড়গ্রাম সফরে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন তিনি । গতকাল প্রশাসনিক বৈঠক শেষে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিজ কমপ্লেক্সে রাত্রিযাপন করেন তৃণমূল নেত্রী । এদিন বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে কর্মীসভা করেন তিনি । কর্মী সভার শেষে ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল নেত্রী ।