এনএফবি, মুর্শিদাবাদঃ
৪২তম মুর্শিদাবাদ জেলা বই মেলার উদ্বোধন হল বুধবার। এ দিন দুপুরে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের মন্ত্রী
সিদ্দিকুল্লাহ চোধুরী প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই মেলার উদ্বোধন করেন।
বইমেলার উদ্বোধন উপলক্ষে এ দিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে।
এবারের বইমেলায় ১৪২টি স্টল রয়েছে যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি।
এ দিনের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চোধুরী ছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক রাজর্ষী মিত্র, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি রশিদ মুনির খান, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সুরন্দর সিং, সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান, বিধায়ক হুমায়ুন কবির, সৌমিক হোসেন, আশীষ মার্জিত, জীবন কৃষ্ণ সাহা- সহ অন্যান্য বিধায়ক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।