এনএফবি, কলকাতাঃ
ভারত সরকারের অতি ক্ষুদ্র , ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক (মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ়েস বা সংক্ষেপে, MSME )-এর পক্ষ থেকে মঙ্গলবার দু’দিনের ভেন্ডার ডেভলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন হল কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং-( IIP, Kolkata)-এ। এ দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসএমই-ডিএফও কলকাতার জয়েন্ট ডিরেক্টর আই ই ডি এস (Indian Enterprises Development Service) শ্রী ডি. মিত্র, আইআইপি কলকাতার ডেপুটি ডিরেক্টর শ্রী বিধান দাস, বিএনআই কলকাতার অপারেশন ম্যানেজার শ্রীমতী কাঞ্চন চৌহান, ওএনজি’র চিফ জেনারেল ম্যানেজার শ্রী মানিক মজুমদার-সহ অনান্য বিশিষ্ট জনেরা।
এই কর্মসূচির উদ্বোধক ডি.মিত্র সংবাদমাধ্যমকে জানান, উদ্বোধনীর দিনেই প্রায় ১৫০টি এমএসএমই অংশ নিয়েছিল। একইসঙ্গে তিনি বলেন, “ভারত সরকার পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট’২০১২-এর অধীনে এমএসএমই থেকে ক্রয় বাড়ানোর জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে ৷ এটি ব্যবসার পাশাপাশি বিক্রির সংস্থাগুলিকে একে অপরের সাথে আদান-প্রদান করার জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম। এখানে ক্রেতা সংস্থাগুলির উদীয়মান চাহিদাগুলি চিহ্নিত করার পাশাপাশি একই সাথে ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা এবং তাদের শিল্প উদ্যোগগুলি প্রদর্শনের সুযোগ প্রদান করা হয়৷ এই জাতীয় কর্মসূচিগুলি সরকারী সেক্টর সহ বেশ কয়েকটি ক্রয় সংস্থার দ্বারা উপযুক্ত উদ্যোক্তাদের সন্ধানের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ করছে৷ এন্টারপ্রাইজ, প্রতিরক্ষার বিভিন্ন শাখা, রেলওয়ে এবং অন্যান্য অনেকগুলি পণ্যকে স্বদেশীকরণে এখনও পর্যন্ত প্রচুর খরচ করে আমদানি করা হয়েছে। এই প্রোগ্রামটি পশ্চিমবঙ্গের এমএসএমই-কে সাহায্য করবে।”