শাসকের অস্বস্তি বাড়িয়ে খড়গ্রামে ঘাসফুল ছেড়ে হাতে যোগ

এনএফবি, মুর্শিদাবাদঃ

খড়গ্রামে ব্যাপক ভাঙ্গন শাসক শিবিরে, পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষর নেতৃত্বে ৬ হাজার জন যোগদান করল কংগ্রেসে।

শনিবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর পিরতলা মাঠে কংগ্রেসের পক্ষ থেকে যোগদান সভার আয়োজন করা হল। শনিবারের এই যোগদান সভায় খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের নেতৃত্বে ৬০০০ জন তৃণমূল কংগ্রেস কর্মী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেস দলে যোগদান করলেন। কংগ্রেসের যোগদান করতে এসে খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাত খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।

যদিও বিধায়কের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক এবং তিনি পাল্টা পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। যদিও তাদের সঙ্গে সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন সবে তৃণমূলের ভাঙ্গন শুরু হল এবার তৃণমূল দলটা শেষ হয়ে যাবে।

আবুল হাসনাত

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *