ক্রীড়াফিচার

ড্র দিয়েই শেষ ভারত অস্ট্রেলিয়া টেস্ট

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

প্রত্যাশা মতোই ড্র দিয়ে শেষ হল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আহমেদাবাদে চতুর্থ টেস্ট। তবে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো টিম ইন্ডিয়া। একই সঙ্গে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও পৌঁছে গেলো তারা।

অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৫৭১ রানে। বিরাট কোহলি দুরন্ত ব্যাটিং করে ১৮৬ রান করেন। ৯১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া কোনও উইকেট না হারিয়ে ৬ ওভারে ৩ রান তুলেছিল। ম্যাথিউ কুনেম্যান ০ এবং ট্রেভিস হেড ৩ রানে ক্রিজে ছিলেন।পানের বিরতিতে ৬৪ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ১৫৮/‌২‌। ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে দেখেও চা পানের বিরতির পরও খেলা চালিয়ে যান দুই দলের অধিনায়ক। অবশেষে ৭৮.‌১ ওভারের মাথায় রোহিত শর্মা ও স্টিভ স্মিথ দুই অধিনায়ক ম্যাচের পরিসমাপ্তি ঘটাতে সম্মত হন। দুই অধিনায়কই হাত মিলিয়ে নেন। সেই সময় অস্ট্রেলিয়ার রান ছিল ২ উইকেটে ১৭৫। মার্নাস লাবুশেন ৬৩ ও স্টিভ স্মিথ ১০ রানে অপরাজিত ছিলেন। অহমেদাবাদ টেস্ট ড্র হওয়ায় ভারত ২–১ ব্যবধানে সিরিজ জিতে নিল। নাগপুর ও দিল্লিতে জেতার পর ইন্দোর টেস্টে হারতে হয়েছিল ভারতকে। ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই অস্ট্রেলিয়ারই মুখোমুখি হবে ভারত।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।