রুদ্ধশ্বাস ম্যাচে হায়দরাবাদ এফসিকে হারিয়ে ফাইনালে মোহনবাগান
অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ
জমজমাট রুদ্ধশ্বাস লড়াই বললেও কম বলা হয়। সোমবার যুবভারতীতে আইএসএলের সেমিফাইনালে হায়দরাবাদ এফসিকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে এটিকে মোহনবাগান। মূল ম্যাচে কোনো গোলই হয়নি।এদিন জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরিকে প্রথম থেকে নামায় এটিকে মোহনবাগান।ম্যাচের শুরুতেই ৬ মিনিটের মাথায় হুগো বৌমাস বল বাড়িয়েছিলেন মনবীর সিং-কে। কিন্তু বল ক্লিয়ার করে দেন সাহিল তাভোরা।আর ১৫ মিনিটে বক্সের ভিতরে একটি দুর্দান্ত বল পান বোর্জা হেরেরা। তবে বলটি তিনি ধরতে পারেননি। বলটি আশিস রাইয়ের ডিফ্লেকশনে বাইরে বের হয়ে যায়। কর্নার পায় হায়দরাবাদ। কর্নার থেকে কিছু করে উঠতে পারেনি হায়দরাবাদ।। ২৩ মিনিটে মনবীরের একটি দুরন্ত শট একটুর জন্য মিস হয়। ক্রসবারে লেগে ফিরে আসে মনবীরের শট। গোলটি হলে আন্তর্জাতিক মানের তকমা পেত। এর ঠিক আগেই পেত্রাতোস হায়দরাবাদ গোলকিপারের ভুলের সুযোগ পেলেও শটটি বাইরে মারেন। বিরতির ঠিক আগে প্রীতম কোটাল হলুদকার্ড দেখলেন।প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ব্যবধানে।৪৬ দ্বিতীায়ার্ধের শুরুতেই কিয়ান নাসিরির জায়গায় লিস্টন কোলাসোকে নামান বাগান কোচ জুয়ান ফেরান্দো।৫৭ মিনিটে আশিস রাই ভালো একটি বল বাড়ান সরাসরি হুগো বৌমাসকে। হুগো শট নিলেও গুরমিত দুরন্ত গতিতে সেই বল সেভ করেন।৭৩ মিনিটে হুগোর জায়গায় নামানো হয় ফেডরিকো গালেগোকে। ম্যাচের শেষে ৯০ মিনিটের মাথায় তিনটে কর্ণার পেয়েও গোল আসেনি সবুজ মেরুন ব্রিগেডে।ম্যাচ শেষ হয় গোলশুন্য ব্যবধানে। অতিরিক্ত সময়েও গোল হয়নি। ম্যাচ গড়ায় ট্রাইবেকারে । হায়দরাবাদের ওগবচে আর জুভেইয়ার তোরো পেনাল্টি মিস করেন। মোহনবাগানের হামিল মিস করলেও বাগানের জয় আটকায়নি। এদিন জনপ্লাবন হয় যুবভারতীতে ৫২ হাজার মোহনবাগান জনতা চেটেপুটে দলের জয় উপভোগ করলেন।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।