ক্রীড়া

জাপানকে হারিয়ে এশিয়া কাপে ব্রোঞ্জ ভারতের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এশিয়া কাপ হকিতে ভারত ১-০ ব্যবধানে জাপানকে হারিয়ে জিতে নিল ব্রোঞ্জ। বুধবার ইন্দোনেশিয়ার জাকার্তায়া অনুষ্ঠিত ব্রোঞ্জ পদক ম্যাচে রাজকুমার পাল ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন।মঙ্গলবার সুপার-ফোর পর্বের ফাইনাল ম্যাচে ভারত-কোরিয়ার ৪-৪ গোলে টাই হয়ে যায়। যার ফলে ২০২২ সালের এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারতীয় হকি দল। এদিন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ জিতে দেশবাসীর মুখে হাসি ফোটালেন বীরেন্দ্র লাকড়ারা। এদিন ম্যাচের ৬ মিনিটেই ভারত গোলের দেখা পেয়ে গিয়েছিল এশিয়ান গেমসের সোনা জয়ীদের বিরুদ্ধে। আর এই গোলই ভারতের ভাগ্য লিখে দেয়। এই নিয়ে ১১ বার এশিয়া কাপে অংশ নিয়ে দ্বিতীয়বার ভারত তিন নম্বরে শেষ করল। ভারত এই টুর্নামেন্টের প্রথম চারটি ফাইনাল পাকিস্তানের কাছে হেরেছিল। এর আগে ১৯৯৯ সালে ভারত তিনে শেষ করেছিল।