অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এলগারের অধিনায়কোচিত ইনিংসে ভর করে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। ২৯ বছর পর জোহানেসবার্গে টেস্টে ভারতকে প্রথমবার হারাতে সক্ষম হলো প্রোটিয়ারা।তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৪০ ওভারে ২ উইকেটে ১১৮। আজ বৃষ্টিতে প্রথম দুটি সেশন নষ্ট হয়। এরপর ম্যাচ শুরু হলে ১৭৫ রানের মাথায় মহম্মদ শামির বলে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডুসেন। ৪০ রান করেন তিনি। ১৮৮ বলে ৯৬ রানে অপরাজিত থাকলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এলগার। তাতে রয়েছে ১০টি চার। ৪৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন তেম্বা বাভুমা। ২০০৮ সালে পারথের পর এদিনই সর্বাধিক রান তাড়া করে টেস্ট জিতল প্রোটিয়ারা। ১১ জানুয়ারি থেকে কেপ টাউনে শুরু সিরিজ নির্ণায়ক তৃতীয় টেস্ট। ২০০৭ সালের কথা ধরলে ভারতের চিন্তার কারণ থাকছে। সেই সফরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের ভারত জোহানেসবার্গে প্রথম টেস্ট ১২৩ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে ডারবানে দক্ষিণ আফ্রিকা জেতে ১৭৪ রানে। সিরিজে সমতা ফেরানোর পর কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জিতে সিরিজ জিতে নিয়েছিল। এবারও সিরিজ নির্ণায়ক টেস্টটি হতে চলেছে কেপ টাউনে।