এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
মহিলাদের অনুর্ধ ১৯ বিশ্বকাপ জিতে নিলো ভারত। ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারালো ভারতীয় মেয়েরা। দক্ষিণ আফ্রিকার পোচেস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৭ ওভারে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায়।
ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন তিতিস সাধু, অর্চনা দেবী, পার্শ্বভী চোপড়ারা। জবাবে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯/৩ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শুরুতে ২ উইকেট হারালেও ভারতকে জয় এনে দেন সৌমিয়া তেওয়ারি।
জয়ের জন্য ৬৯ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না ভারতের কাছে। কিন্তু তৃতীয় ওভারেই ধাক্কা খায় ভারত। প্রথম বলেই অধিনায়ক শেফালি ভার্মাকে (১১ বলে ১৫) তুলে নেন হানা বাকের। ১ ওভার পরে আবার ধাক্কা ভারতীয় শিবিরে। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা শ্বেতা সারওয়াতকে (৫) তুলে নেন গ্রেস স্ক্রিভেন্স। ২০ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। সেখান থেকে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান সৌমিয়া তেওয়ারি ও গঙ্গোদি তৃষা। ২৯ বলে ২৪ রান করে আউট হন গঙ্গোদি তৃষা। ৩৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন সৌমিয়া তেওয়ারি। বল হাতে ভালো পারফরমেন্স করে ম্যাচের সেরা বাংলার তিতাস।