স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ
চট্টগ্রাম টেস্টের মত ঢাকাতে দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারত। প্রথম দিনে বাংলাদেশকে ২২৭ রানে থামিয়ে দিলেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনরা।
বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। একমাত্র মোমিনুল (৮৪) ছাড়া বাকিরা ব্যর্থ। উমেশ যাদব যেখানে পেলেন ২৫ রানের বিনিময়ে ৪ উইকেট, সেখানে অশ্বিনের ঝুলিতে ৭১ রানের বিনিময়ে ৪ উইকেট। জয়দেব উনাদকাত পেলেন ২ উইকেট। দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ১৯।
এই টেস্টে কুলদীপ যাদবের জায়গায় জয়দেব উনাদকাতকে খেলাল ভারত। যা বিতর্কের জন্ম দিয়েছে। চট্টগ্রাম টেস্ট ১৮৮ রানে জিতেছিল ভারত। ম্যাচের সেরা হয়েছিলেন কুলদীপ। কিন্তু দ্বিতীয় টেস্টে তাঁকে বসিয়ে খেলানো হল জয়দেব উনাদকাতকে। যিনি ২০১০ সালের পর ফের টেস্ট খেললেন। যদিও হতাশ করেননি উনাদকাত। পেলেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৯ রান ভারতের।