ক্রীড়া

ভারতের ২-০ তে অস্ট্রেলিয়াকে হারানো উচিত- বলছেন শাস্ত্রী

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে বহু চর্চিত বর্ডার গাভাসকর ট্রফি। সেই সিরিজ শুরু হওয়ার আগেই এই সিরিজ নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী করলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতীয় দলের এই সিরিজ ২-০ ব্যবধানে জেতা উচিৎ। ভারতীয় দলের পারফরম্যান্স দেখেই এমন মন্তব্য করেছেন রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রীর তত্ত্বাবধানেই বিদেশের মাটিতে বিরাট সাফল্য পেয়েছিল ভারতীয় দল। ২০২০-২১ মরসুমে এই রবি শাস্ত্রীর কোচিংয়েই অস্ট্রেলিয়ার ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। ওভালে পঞ্চাশ বছর পর প্রথম টেস্ট ম্যাচ জিতেছল টিম ইন্ডিয়া।

সেই রবি শাস্ত্রীর মুখেই এবার ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের ফলাফল নিয়ে বিরাট বার্তা শাস্ত্রীর। তাঁর মতে, “এই সিরিজের ফলাফল সম্বন্ধে যতটা বলা যায় তা হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের এই সিরিজ অন্তত ২-০ মার্জিনে জেতা উচিৎ। ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। সেই পরিস্থিতি অনুযায়ী বোলাররাও রয়েছে তোমার হাতে। সেইরকম ভাবেই ব্যাটাররাও রয়েছেন। আমার মনে হয় প্রথম টেস্ট ম্যাচ থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার মতো পরিস্তিতি থাকবে ভারতীয় দলের সামনে।”