রাজ্য

[:en]মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে অনির্দিষ্টকালের জন্য রেল সড়ক অবরোধ ভারত-যাকাত মাঝি পরগনা মহলের[:]

[:en]

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসার আগে বিভিন্ন দাবি নিয়ে জাতীয় সড়ক ও রেল অবরোধ করলো ভারত-যাকাত মাঝি পরগনা মহল।

বুধবার অলচিকি ভাষায় শিক্ষা, হোস্টেল, অলচিকি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ-সহ একাধিক দাবি নিয়ে শালবনীতে জাতীয় সড়ক ও আদ্রা ডিভিশনের শালবনী এলাকায় রেল অবরোধ করে তারা।

জানা গিয়েছে অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ চলবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে রেল আধিকারিকেরা এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা ভারত যাকাত মাঝি পরগনা মহলের কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করেন, তবে দীর্ঘক্ষণ এই অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়ক জুড়ে।

তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু গাড়িকে কেশপুর হয়ে মেদিনীপুরের দিকে পাঠানো হচ্ছে, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার সফরে আসার আগে তাদের এই দাবি সরকার যদি না মানে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে এগোতে চলেছে ভারত যাকাত মাঝি পরগনা মহল।

[:]