ক্রীড়া

ড্র দিয়ে এএফসি শুরু ভারতের মেয়েদের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ঘরের মাঠে ইরানের বিরুদ্ধে ড্র দিয়ে এএফসি মহিলা এশিয়ান কাপে যাত্রা শুরু করল ভারতীয় মহিলা ফুটবল দল। ইরানের বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করল ভারত। তবে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার একাধিক সুযোগ পেয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু আক্রমণভাগে কল্যাণ, শাশা, রঙ্গনাথনের সহজ সুযোগ নষ্টের খেসারত দিয়ে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। শেষ বেলায় গোলের সহজ সুযোগ নষ্ট করল ভারত। ৯০ মিনিটের মাথায় দাংমেইয়ের কাছে থেকে বল ছিনিয়ে নেন তাহেরখানি। তার আগে ৮৮ মিনিটের মাথায় জান্দিকে তুলে নিয়ে ইরান মাঠে নামায় আফসানেকে। ৭৭ মিনিটে অরক্ষিত গ্রেসের আক্রমণ প্রতিহত করেন ইরানের গোলকিপার জোহরে। বক্সের ভিতরে সহজ সুযোগ পেয়েছিলেন দাংমেই। যদিও তা কাজে লাগাতে পারেননি তিনি। এখনও ম্যাচের স্কোর-লাইন ০-০।

আরও পড়ুনঃ ভারতের মেয়েদের বিশ্বকাপের দরজা খোলার সুযোগ