এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
খেলা করতে গিয়ে ফুটন্ত জলে পড়ে গিয়ে পাঁচ বছর বয়সী শিশু কন্যার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা থানার শান্তিপুর বিদ্যাসাগর পল্লী এলাকায় ৷ জানা গিয়েছে, ওই শিশু কন্যার নাম অঙ্কিতা গোস্বামী, বয়স আনুমানিক ৫ বছর ৷
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১শে ডিসেম্বর মেচেদা চিল্ড্রেন পার্কে খেলা করতে গিয়েছিল বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা অর্ণব গোস্বামীর পাঁচ বছরের শিশুকন্যা অঙ্কিতা ৷ সেই সময় পাশের মিষ্টি দোকানের ফুটন্ত গরম জলের গামলা রাখা ছিল পার্কের গেটের সামনে ৷ খেলার ছলে ওই গরম জলের গামলায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় অঙ্কিতা ৷ এরপর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে শিশুটিকে কলকাতায় স্থানান্তরিত করে চিকিৎসকরা ৷ গত ৪ই জানুয়ারি অর্থাৎ বুধবার মৃত্যু হয় অঙ্কিতার ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকাবাসীরা ৷
বৃহস্পতিবার সকালে উত্তেজিত হয়ে পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা ভাঙচুর চালায় ওই মিষ্টির দোকানে ৷ ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেচেদা থানার পুলিশ।