জেলা

দুই গ্যাংয়ের মধ্যে বন্দুকের লড়াইয়ে গুলিবিদ্ধ নিরীহ পথিক

এনএফবি, কোচবিহারঃ

দুই গ্যাংয়ের মধ্যে বন্দুকের লড়াইয়ে গুলিবিদ্ধ ১ পথচারী। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের বড় মরিচা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, শীতলকুচির এলাকার কুখ্যাত দুই গ্যাংষ্টার গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে। দু-পক্ষের মধ্যে প্রায় ১৫ রাউন্ডের বেশি গুলি চলে বলে অভিযোগ। সেই সময় মহুবর মিয়া নামে এক পথচারী যুবকের পায়ে গুলি লাগে। তার বাড়ি মরিচ বাড়ি এলাকায়। প্রথমে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় শীতলকুচি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে রেফার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই পালিয়ে যায় দুই শিবিরের দুষ্কৃতীরা। 

স্থানীয় সুত্রে খবর, এক গোষ্ঠীতে পাঠানটুলি গ্রামের কয়েকজন দুষ্কৃতীকে দেখা যায়। যাদের মধ্যে বিধানসভা ভোটের দিন পাঠানটুলি গ্রামে আনন্দ বর্মন খুনের ঘটনায় অভিযুক্তরাও রয়েছে। সিবিআই তাঁদের খুঁজে বেড়াচ্ছে। অপর গোষ্ঠীটি শীতলকুচি ব্লকের বড় মরিচা এলাকার নাল মিয়ার গোষ্ঠী নামেই পরিচিত। দুই গোষ্ঠীর লোকজন্ই বেশিরভাগ সময় কোমরে অস্ত্র নিয়ে এলাকায় ঘুরে বেড়ায়। তাই বাসিন্দারা তাঁদের বিরুদ্ধে মুখ খুলে ঝামেলায় পড়তে চান না বলে জানা গিয়েছে। 

এদিন শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, দুই পরিবারের বিবাদে গুলি চলেছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।