অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ঢাকে কাঠি পড়ে গেলো ২০২২ আইপিএলের। আগামী ২৬ মার্চ শুরু আইপিএল (ipl)। এদিন আইপিএলের গভনিং কাউন্সিল বৈঠকের পরে জানালেন গভর্নিং কাউন্সিল সদস্য রাজীব শুক্লা। সম্পূর্ণ করোনা বিধি মেনেই হবে কোটিপতি লিগ। কিছু সমর্থককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে। আইপিএলে ৫৫টি ম্যাচ হবে মুম্বইয়ের তিনটি স্টেডিয়ামে। প্লে অফের দিন কিছুদিনের মধ্যেই জানানো হবে। সম্ভবত প্লে অফের ম্যাচ হবে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
ওয়াংখেড়ে, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ২০ টা করে ম্যাচ। ১৫টি ম্যাচ পুণের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে। প্রতিটি টিমকেই ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ৪টি করে ম্যাচ খেলতে হবে। এছাড়া ব্রেবোর্ন ও পুণেতে ৩টি করে ম্যাচ খেলবে।
দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছর ২০২১ সালের আইপিএলের দ্বিতীয় পর্বটি ভারতে অনুষ্ঠিত হয়নি, সংযুক্ত আরব আমির শাহিতে স্থানান্তরিত হয়েছিল। প্রাথমিকভাবে ভারতে শুরু করা গেলেও বর্ধিত কোভিড কেসের কারণে মাঝপথে আইপিএল স্থগিত করতে হয়েছিল। যদিও, এই বছর বিসিসিআই সম্পূর্ণ ভাবে টুর্নামেন্ট ভারতে পরিচালনা করতে আগ্রহী। সেই কারণে গোটা দেশে টুর্নামেন্ট হচ্ছেনা। সম্প্রতি বেঙ্গালুরুতে মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল। যেখানে দশটি দল তাদের স্কোয়াড তৈরি করতে সক্ষম হয়েছিল। এগারো বছর পর টুর্নামেন্টটি আবার দশ দলের হবে। দুটি নতুন দল হিসেবে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স টুর্নামেন্টে তাদের অভিষেক করতে প্রস্তুত।
মার্চ মাসের শুরুতে পাকিস্তান সফর রয়েছে অস্ট্রেলিয়ার। সেখানেই তিনটি টেস্ট, তিনটি একদিনের ক্রিকেট ও একটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। কিন্তু সেই সফরে অজি শিবিরের সেরা তারকারা নেই। ডেভিড ওয়ার্নার, জশ হেজেলউড এবং প্যাট কামিন্সদের মতো তারকারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না। বিয়ের জন্য আগেই নাম সরিয়ে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এক অদ্ভূত নিয়ম চাপিয়ে দিয়েছে তাদের ওপর। পাকিস্তন সিরিজ না খেললেও, ৬ এপ্রিলের আগে ওয়ার্নাররা আইপিএলের মঞ্চে যোগ দিতে পারবেন না। ৬ এপ্রিলের পরে আসবে মানে, প্রথম তিন থেকে চারটি ম্যাচ এমনিতেই খেলতে পারবেন না তারা। সেইসঙ্গে রয়েছে ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। তার মানে প্রথম পাঁচটি ম্যাচে দলের সেরা অজি পাবে না আইপিএল ফ্রাঞ্চাইজিরা।