২৭ মার্চ শুরু আইপিএল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

করোনা পরিস্থিতি মাথায় রেখে শুধু মুম্বইতে আইপিএল করতে চায় বিসিসিআই ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া বা ব্র্যাবোর্ন, ওয়াংখেড়ে স্টেডিয়াম, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে আইপিএলের সমস্ত ম্যাচ। যদি দরকার পড়ে পুনের মাঠেও কিছু ম্যাচ আয়োজন করা হতে পারে। ফাইনাল হবে আমেদাবাদে। কিছুটা এগিয়ে এনে মার্চের শেষে আইপিএল শুরু করতে চাইছে বোর্ড।

আইপিএল-১৫ হবে ১০ টিমের। ম্যাচ সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে মেয়াদও বাড়বে টুর্নামেন্টের। সেই কারণেই ২৭ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু করতে চাইছে বিসিসিআই। সচিব জয় শাহ যেমন বলেই দিয়েছেন, ‘অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির মালিকরা চাইছেন, ঘরের মাঠেই আইপিএল হোক। আগামী আইপিএলে দুটো নতুন টিম খেলবে। সেই কারণেই ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করতে চায় বোর্ড। সেই সঙ্গে আইপিএল শুরু হবে ২৭ মার্চ থেকে।’

YouTube player