ক্রীড়া

আইপিএলের ভিউয়ারশিপ উঠে যাবে প্লে অফেঃ সৌরভ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

নামেই বোর্ড সভাপতি তিনি, এখনও বোধহয় সিএবি তার ধান জ্ঞান থেকে যায়নি। আর তাই তো নীল শার্ট ঘিয়ে প্যান্ট পরে সৌরভ গঙ্গোপাধ্যায় এসে ইডেনের পিচ দেখে গেলেন। মঙ্গলবার আর বুধবার জোড়া প্লে অফের দিন আছে বৃষ্টির পূর্বাভাস। সৌরভ জানালেন,”সব কিছু তৈরী আছে আমাদের অসুবিধা হবে না। পিচ কার্যকরী ভূমিকা নেবে। আইপিএলের ভিউয়ারশিপ কমে গিয়েছিল তবে প্লে অফে সেটা ফিরে আসবে আমি সেই বিষয়ে আশাবাদী।” ভারতের টি টোয়েন্টি দলে উমরান মালিকের ফিরে আশা নিয়ে সৌরভ জানাচ্ছেন,” খুব কম বোলার আছে ভারতে যারা ১৫০ কিমি তে বল করে। আশা করছি ও ভারতের ভবিষ্যৎ হতে পারবে।” ঋদ্ধিমান সাহা ভারতীয় দলে ফের বঞ্চিত থেকে যাওয়ায় মহারাজ সেটা ডিফেন্স করে দিলেন। তিনি জানাচ্ছেন, “এটা নির্বাচকদের ব্যাপার কাকে সুযোগ দেবে।” দুই বছর পর ইডেনে হতে চলেছে আইপিএলের ম‍্যাচ। মঙ্গলবার ও বুধবার দু-দুটি গুরুত্বপূর্ণ ম‍্যাচ হবে ইডেনে। আর এই ম‍্যাচের টিকিট ঘিরে তীব্র হাহাকার। অনলাইনে যে টিকিট ছাড়া হয়েছিল তা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে না। বহু মানুষ টিকিটের জন‍্য ইডেনে আসছে। কিন্তু কাউন্টারে কোনও টিকিট দেওয়া হচ্ছে না। তাই ক্রিকেট রসিকদের খালি হাতেই ফিরতে হচ্ছে। ইতিমধ‍্যে চড়া দামে টিকিট ব্ল‍্যাক হচ্ছে।পিচ কিউরেটর স্পোর্টিং পিচ তৈরি করে রেখেছেন। পিচ কিউরেটরের দাবি,ব‍্যাটসম‍্যান ও বোলার সুবিধা পাবে।তবে সিএবি কর্তাদের একটাই চিন্তা তা হল ঝড়-বৃষ্টি। সেটা না হলে হাউসফুল ইডেনে তৃপ্তির ঢেকুর তুলে বাড়ি ফিরবেন দর্শকরা।