এনএফবি, নিউজ ডেস্কঃ
নতুন বছরের শুরুতেই পৃথিবীর কক্ষপথে তিনটি উপগ্রহ পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা( Indian Space Research Organisation)।
সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সকাল ৫টা ৫৯ মিনিটে পাড়ি দেয় ইসরো(ISRO)-র পিএসএলভি-সি৫২(PSLV-C52) রকেট। বিজ্ঞানীদের পরিকল্পনা মাফিক কক্ষপথে তিনটে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ স্থাপন করে পিএসএলভি। এরমধ্যে রয়েছে পৃথিবীর উপর নজরদারি চালানোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV) ইওএস-০৪(EOS-04)।পাশাপাশি ইনস্পায়ারস্যাট-১ (INSPIRE-1) এবং ভারত-ভুটান যৌথ উদ্যোগে তৈরি টেকনোলজি ডেমনস্ট্রেটর স্যাটেলাইট আইএনএস-২বি (INS-2B) নামের দুটি অপেক্ষাকৃত ছোট কৃত্রিম উপগ্রহও পাঠানো হয়েছে। আয়নমণ্ডলের গতিশীলতা এবং সৌরমুকুটের তাপমাত্রা নিয়ে গবেষণা চালাবে ওই দুই কৃত্রিম উপগ্রহ।
আরও পড়ুনঃ প্রেম দিবসে স্ত্রী কে চাঁদের জায়গা উপহার স্বামীর , কেরালার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ভরাডুবি এসসি ইস্টবেঙ্গলের
ইসরোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনটি উপগ্রহই উৎক্ষেপনের ১৭ মিনিট ৩৪ সেকেন্ড পর সাফল্যের সঙ্গে নির্দিষ্ট কক্ষে প্রতিস্থাপন করা গিয়েছে। ১ হাজার ৭০০ কেজি ওজনের ইএসও-০৪ উপগ্রহটি আবহাওয়া সংক্রান্ত আরও উন্নতমানের ছবি তুলতে সক্ষম হবে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত, নতুন বছরে এটিই ছিল ইসরোর প্রথম মহাকাশ অভিযান।
#WATCH | Indian Space Research Organisation launches PSLV-C52/EOS-04 from Satish Dhawan Space Centre, Sriharikota
— ANI (@ANI) February 14, 2022
(Source: ISRO) pic.twitter.com/g92XSaHP9r