অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
প্রকাশ পেল ভারতীয় পেস বোলার তথা ভারতের প্রাক্তন অধিনায়ক বাংলার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপেস’। ঝুলনের ভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা শর্মা। নেটফ্লিক্সতে মুক্তি পাবে ছবি। চাকদহ থেকে ঝুলনের উঠে আসার লড়াই রয়েছে এই ছবিতে। অনুষ্কার ইনস্টাগ্রাম স্টোরিতেও এই টিজার দিয়ে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন ও মহিলা ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলারের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্কা টুইটারে লেখেন, “এই ছবি সত্যিই বিশেষ। একটা অসাধারণ আত্মত্যাগের গল্প বলা হয়েছে এখানে। চাকদহ এক্সপ্রেস প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন থেকে অনুপ্রাণিত। গোটা বিশ্বের মহিলা ক্রিকেটের জন্য এই ছবি চোখ খুলে দেবে। ঝুলন গোস্বামীর কঠিন লড়াই,পর্দায় ফুটিয়ে তুলতে পারা আমার কাছে অত্যন্ত সম্মানের। প্রত্যেক ভারতীয় এই ছবি অবশ্যই দেখুক। ঝুলন এবং মেয়েরা নীল জার্সিতে যা করেছে এবং যা করবে দেশের জন্য সেটা জানতে পারবে। ধন্যবাদ।” ঝুলন গোস্বামী টুইটারে লেখেন, “ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছি। শুধু এই একটা বিষয়ই মাথার মধ্যে কাজ করে। তুমি দেশের জন্য খেলছ, নিজের জন্য নয়। ১১টি মেয়ে টিম ইন্ডিয়ার হয়ে খেলে ইতিহাসে নিজেদের নাম লেখে। কিছু যায় আসে না, যখন কেউ বলে মেয়েরা ক্রিকেট খেলতে পারে না।”