অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ভারতীয় ক্রিকেটে ‘নবজাগরণ’ এসেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হাত ধরে। প্রায় ভেঙে পড়া দলের দায়িত্ব নিয়ে তিনি নতুন করে তৈরি করেছিলেন। সুযোগ দিয়েছিলেন একাধিক নতুন মুখকে। সেখান থেকে ২০০৩ বিশ্বকাপ ফাইনালে প্রবেশ। লর্ডসের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপটে জয়। ভারতীয় ক্রিকেট বর্তমানে যে সাফল্য অর্জন করেছে তার বীজ পুঁতেছিলেন সৌরভই। আর তাঁর হাত থেকে ব্যাটন নিয়ে গাছকে বড় করেছেন মহেন্দ্র সিং ধোনি । সেটা সিনিয়র-জুনিয়র মেশানো দল নিয়ে ২০১১ সালের বিশ্বকাপ জয় হোক অথবা পুরো নতুন দল নিয়ে ২০০৭ সালে বিশ্বকাপ জয়। ঠান্ডা মাথায় নেতৃত্ব দিয়ে বিশ্বকে দেখিয়েছিলেন ভারতের ক্ষমতা।ধোনির ৪১তম জন্মদিনে উঠে আসছে তাঁর সাফল্যের কাহিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর জন্য শুভেচ্ছাবার্তা ভেসে আসছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দু’বছর কেটে গেলেও তাঁর জনপ্রিয়তায় যে এতটুকুও ভাটা পড়েনি তার প্রমাণ মিলছে। তবে সব শুভেচ্ছা বার্তার মধ্যে মহম্মদ কাইফের (Mohammed Kaif) শুভেচ্ছাবার্তা সকলের নজর কেড়েছে। নিজের প্রাক্তন সতীর্থের জন্য তিনি একটু অন্যভাবে শুভেচ্ছা জানালেন। তাঁর টুইটে কাইফ প্রাক্তন অধিনায়ক সৌরভের প্রসঙ্গ টানেন। কাইফ লিখেছেন, “দাদা আমাদের মতো তরুণদের শিখিয়েছেন কী করে জিততে হয় আর ধোনি সেটাকে অভ্যাসে পরিণত করেছিল। দুটো আলাদা প্রজন্মে দু’জন সেরা নেতা একদিন আগে-পরে জন্মগ্রহণ করেছেন। শুভ জন্মদিন তাঁকে যিনি ভারতীয় ক্রিকেটকে একটা আকার দিয়েছেন।”
Dada taught us youngsters how to win and Dhoni made it into a habit. Two great leaders from different eras born just a day apart. Happy birthday to the men who shaped Indian cricket.@msdhoni @SGanguly99 pic.twitter.com/oD7o5VnJVK
— Mohammad Kaif (@MohammadKaif) July 6, 2022