জেলা

মাছ ধরতেও কাটমানির দাবি, অভিযোগ তুলে পথ অবরোধ মৎস্যজীবীদের

এনএফবি, মুর্শিদাবাদঃ

মঙ্গলবার সকালে লালগোলা জঙ্গিপুর রাজ্য সড়কের নেতাজি মোড় সংলগ্ন এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখায় মৎস্যজীবীরা।

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মা নদীর তীরে অবস্থিত লালগোলা। এই এলাকার অধিকাংশ মানুষ মৎস্যজীবী। অনেকের রুজি রুটি চলে মাছ ধরে।

মৎস্যজীবীদের দাবি পদ্মা নদীতে মাছ ধরতে বাধা দিচ্ছে বিএসএফ। একইসঙ্গে লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলি ও ক্ষুদ্র মৎস্যজীবী সংগঠনের চেয়ারম্যান ভগীরথ হালদারের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তা আটকে বিক্ষোভ দেখায় মৎস্যজীবীরা।

ক্ষুদ্র মৎস্যজীবী সংগঠনের চেয়ারম্যান ভগীরথ হালদার মৎস্যজীবীদের কাছে কাটমানি চান বলে দাবি অভিযোগকারীদের। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, মৎস্যজীবীরা যদি তাকে টাকা দেয় তাহলে পদ্মা নদীতে মাছ ধরতে দেওয়া হবে।

অন্যদিকে লালগোলা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জদুরাম ঘোষ মৎস্যজীবীদের এই বিক্ষোভকে সমর্থন করেন। তিনি বলেন, মৎস্যজীবীদের এই দাবি ন্যায্য।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।