ক্রীড়া

ক্যাপ্টেন্সি ছেড়েই ২৩ মাস পরে সেঞ্চুরি পেলেন কেন

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

চাপটা বাড়ছিল। অবশেষে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কেন উইলিয়ামসন। সেটাই যেন সবচেয়ে বেশী সাহায্য করল তাঁকে। নেতৃত্ব ছাড়ার পর পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম টেস্টে সিরিজে নেমেছিলেন কেন উইলিয়ামসন। সেই ম্যাচেই সেঞ্চুরী করলেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক।

সেইসঙ্গেই ফ্যাব ফোরের অন্যতম সদস্য হিসাবে এই মরসুমে সেঞ্চুরীর স্বাদ পেলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলার সঙ্গে নিউজিল্যান্ডকে বড় রানের দিকে এগিয়েও নিয়ে গেলেন কেন উইলিয়ামসন।

এই মরসুমে প্রথমবার সেঞ্চুরি পেলেন কেন উইলিয়ামসন। সেইসঙ্গে টেস্ট ফরম্যাটে কেরিয়ারের ২৫ নম্বর সেঞ্চুরি করলেন তিনি। দীর্ঘ ২৩ মাস ধরে কেন উইলিয়ামসনের ব্যাটে সেঞ্চুরির খরা চলছিল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম থেকেই এবার বেশ আক্রমণাত্মক মেজাজে ছিল পাকিস্তান। শুরু থেকেই অসাধারণ ফর্মে ছিলেন বাবর আজমরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৩৮ রান করেছিল পাকিস্তান। বিরাট রান হলেও, পাল্টা লড়াইটা নিউজিল্যান্ড বেশ ভালভাবেই দিচ্ছে। শুরুটা করেছিলেন ডেভন কনওয়ে এবং টম ল্যাথাম। সেই লড়াইটাই এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন কেন উইলিয়ামসন। দিনের শেষে ক্রিজে ১০৫ রানে অপরাজিত রয়েছেন কেন উইলিয়ামসন।

তিনি যখন এদিন মাঠে আসেন সেই সময় নিউজিল্যান্ডের রান ১ উইকেটে ১৮৩। সেই জায়গা থেকেই লড়াইটা শুরু করেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছেন কেন উইলিয়ামসন। ২০৬ বলে দীর্ঘদিন পর কেরিয়ারের ২৫তম টেস্ট সেঞ্চুরি পেলেন কেন উইলিয়ামসন।