এনএফবি,কলকাতাঃ
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হয়েছে তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশন। পঞ্চায়েত থেকে রাজ্যস্তর পর্যন্ত নেতা ও পদাধিকারীরা উপস্থিত ছিলেন সেই অধিবেশনে । আগামী বছরেই পঞ্চায়েত ভোট। ফলে তৃণমূলের এই অধিবেশন থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। দলকে ঐক্যবদ্ধ করা, নেতা-কর্মীদের জনমুখী উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন গরুপাচার মামলায় সিবিআই হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
যদিও, আজ গরুপাচার মামলায় অনুব্রতর সম্পত্তি ও টাকার হদিশ পেতে বোলপুরের রাষ্ট্রায়ত্ত ও একাধিক বেসরকারি ব্যাঙ্কের আধিকারিকদের তলব করেছে সিবিআই। সূত্রের খবর, তাঁদের নথি নিয়ে আসতে বলা হয়েছে । অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তা জানতেই ব্যাঙ্কের আধিকারিকদের তলব করা হয়েছে। এদিন শান্তিনিকেতনে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে এসে তথ্য জমা দেন ৬ ব্যাঙ্ক আধিকারিক।
তথাপি তৃণমূল সুপ্রীমো এদিন বলেন, ‘কেষ্টকে জেলবন্দি রেখে ভাবছেন দুটো লোকসভা আসন দখল করবেন। যতদিন কেষ্ট না ফিরছে, লড়াই আরও ৩ গুণ বাড়বে। বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে’ ।