ক্রীড়া

ঋদ্ধির প্রশংসায় কার্স্টেন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

নিজেকে প্রায় প্রতি ম্যাচেই প্রমাণ করছেন। সুযোগ পেলেই ব্যাট হাতে জ্বলে উঠছেন। রান করছেন, ওপেনিং-এ এসে, দলের হয়ে দারুণ একটা শুরু করছেন। রবিবারই তাঁর ৬৭ রানের সৌজন্যে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে গুজরাট টাইটানস। ভারতীয় দলের উইকেটরক্ষকের এমন ছন্দে মুগ্ধ গ্যারি কার্স্টেন। বিশ্বকাপ জয়ী কোচ মনে করেন একাই তফাত গড়ে দিচ্ছেন ঋদ্ধিমান সাহা। প্রতি ম্যাচের পাওয়ার প্লে-তে দারুণ শুরু করছেন ঋদ্ধি। গুজরাটের মেন্টর হিসেবে দলের সঙ্গে রয়েছেন কার্স্টেন। রবিবার ম্যাচের পর তিনি বলেছেন, ‘ঋদ্ধিকে নিয়ে আমরা খুব খুশি। ওকে দলে পেয়ে অনেক সুবিধা হয়েছে আমাদের। সত্যিকারের পেশাদার ক্রিকেটার ও। তাছাড়া আইপিএল এবং বাকি ফর্ম্যাটে ওর অভিজ্ঞতার সুফল পাচ্ছি আমরা।’

ম্যাচ শেষে ঋদ্ধিমান সাহার সেই পারফরম্যান্সের প্রশংসাই শোনা গেল গ্যারী কার্স্টেনের মুখে। তিনি জানিয়েছেন, “ঋদ্ধিমান সাহার পারফরম্যান্স দেখে আমরা সকলেই মুগ্ধ। তাঁর মতো একদন ক্রিকেটারকে দলে পেয়ে আমরা খুশি। তিনি একজন পেশাদার ক্রিকেটার। এছাড়াও আইপিএলের পাশাপাশি ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটেই তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে”।

গ্যারী কার্স্টেন আরও জানিয়েছেন, “তিনি নিজের খেলাটা যেমন বোঝেন তেমনই পাওয়ার প্লেতেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন। আমাদের জন্য ঋদ্ধিমান সাহা সবসময়ই একজন সম্পদ। দলের যখনই তাঁকে প্রয়োজন পড়েছে এগিয়ে এসে অসাধারণ পারফরম্যানম্স দেখিয়েছেন তিনি। নিজেকে প্রমাণও করেছেন”।