অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
শততম টেস্টে কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে ক্যাপ পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কিং কোহলি। তিনি বলেন, ‘আমার ছেলেবেলার একজন হিরোর হাত থেকে ১০০তম টেস্টের ক্যাপ তুলে দেওয়ার জন্য আমি বিসিসিআই-কে ধন্যবাদ জানাতে চাই।’ কোহলির এই ১০০তম টেস্টের সাক্ষী থাকতে অনুষ্কা ছাড়াও উপস্থিত ছিলেন কোহলির ভাইও। কোহলি বলেন, ‘আমার কাছে এটি একটি বিশেষ মুহূর্ত। আমার স্ত্রী আমার সঙ্গে রয়েছে। আমার ভাই এসেছে। প্রত্যেকেই খুব গর্বিত। এটি টিম গেম এবং এটা এদের ছাড়া সম্ভব ছিল না। আমরা তিনটি ফরম্যাট এবং একটি আইপিএল সহ যে প্রচুর ম্যাচ খেলি। তবে পরবর্তী প্রজন্ম আমার থেকে যেটা নিতে পারে, সেটা হল আমি ক্রিকেটের সবচেয়ে বিশুদ্ধ ফর্ম্যাটে ১০০টি ম্যাচ খেলেছি।’ বিরাটের হাতে ক্যাপ এবং স্মারক তুলে দিয়ে দ্রাবিড় বলেন, ‘এটি অসাধারণ এক প্রাপ্তি এবং আশা করছি, এটি অনেক কিছু পাওয়ার সবে শুরু। আমরা ড্রেসিংরুমে যেমন বলি, এটি দ্বিগুণ করো।’