অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
শূণ্য রানে আউট হয়ে লজ্জাজনক এক রেকর্ড গড়লেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সেই দিনই ব্যাটে বড় রান পেলেন ঋষভ পন্থ। ৮৫ রান করার পাশাপাশি অনন্য এক রেকর্ড গড়লেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে, দলের অভিজ্ঞ ব্যাটার হিসেবে বিরাট দলের খাতায় কোনও রান যোগ করতে পারেননি। ফলে নিজের কেরিয়ারের ৪৫০তম ম্যাচে মোট ৩১ বার শূণ্য রানে আউট হয়ে লজ্জাজনক রেকর্ড করেছেন তিনি। অন্যদিকে এই ম্যাচেই দুরন্ত ব্যাটিং করেছেন পন্থ। ৭১ বলে ৮৫ রান করেছেন তিনি। ক্রিকেটের ৫০ ওভার ফরম্যাটে, দলের উইকেট রক্ষক হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এই রানের সুবাদে ভারতের প্রাক্তন উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি এবং ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়’কে পিছনে ফেলেছেন ঋষভ। এর আগে দ্রাবিড় প্রোটিয়াদের দেশে খেলতে গিয়ে ৭৭ রান করেছিলেন এবং ধোনি করেছিলেন ৬৫ রান।
আরও পড়ুনঃ বর্ষসেরা টেস্ট দলে ভারতের তিন, অধিনায়ক উইলিয়ামসন