এনএফবি, কলকাতাঃ
বিজ্ঞান বিষয়কে পাঠ্য করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আজ ও অন্যান্য বিষয়ের থেকে অনেকটা এগিয়ে ৷ তবে বিজ্ঞান পাঠ তো শুধু কর্মজগতে নিজেদের প্রতিষ্ঠিত করার একমাত্র লক্ষ্য হতে পারেনা ৷ ভারত বর্ষের মতো দেশে বিজ্ঞানের সুদূর প্রসারী প্রতিফলন আজ নানা প্রতিকূলতার সম্মুখীন ৷ আর এই বিজ্ঞান বিষয়টিকে শুধু পুঁথিগত বিদ্যার মোড়কে অবরূদ্ধ না রেখে প্রকৃত বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তুলতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স অর্গানাইজিং কমিটি ৷
সারা দেশ ব্যাপী আজ ‘ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স ‘ নামক এক প্রতিবাদী সভার আয়োজন করা হয় ৷ কলকাতা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে মৌলালির রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত ‘ইন্ডিয়া মার্চ অফ সাইন্স’ অনুষ্ঠিত হয় ৷ নেতৃত্বে ছিলেন অধ্যাপক অমিতাভ দত্ত চন্দ্রশেখর চক্রবর্তী, ধ্রুবজ্যোতি মুখার্জী,সৌমিত্র ব্যানার্জী সহ অন্যান্য ব্যক্তিবর্গ ৷
মার্চ ফর সায়েন্স অর্গানাইজিং কমিটি বেশ কিছু দাবির সপক্ষে প্রচারের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি পাঠানোর বিষয়েও দৃষ্টিপাত করেছে ৷ আজ মার্চ ফর সায়েন্সে বিজ্ঞানী সমাজের পক্ষ থেকে যে সমস্ত দাবি গুলি জোরালো হয়েছে সেগুলি হল-
‘ইন্ডিয়া নলেজ সিস্টেম’ নামে অবৈজ্ঞানিক , কাল্পনিক বিষয়কে শিক্ষাক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে ৷তৎসহ তথ্য প্রমাণের পরিপন্থী চিন্তার অনুপ্রবেশ বন্ধ করতে হবে ৷
ভ্রান্ত কুসংস্কার প্রথার ধ্যান ধারণার প্রচার বন্ধ করে বৈজ্ঞানিক তথ্য ও প্রমাণ নির্ভর নীতির ওপর ভিত্তি করে বিজ্ঞান মনস্কতার প্রচার ঘটাতে হবে ৷
কেন্দ্রীয় বাজেটের ১০% এবং রাজ্য বাজেটের ৩০ % শিক্ষাখাতে বরাদ্দ করতে হবে ৷ জিডিপির অন্তত ৩% বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় বরাদ্দ করার পাশাপাশি গবেষক – ছাত্রদের ফেলোশিপ এক বছর বাড়াতে হবে ৷
সর্বোপরি দেশের প্রাকৃতিক সম্পদকে নির্বিচারে মুনাফালোভী কর্পোরেটদের ওপর ন্যাস্ত করা চলবেনা ৷বিশ্ব উষ্ণায়ন রোধ এবং বিজ্ঞান সম্মত ভাবে প্রকৃতি ও পরিবেশ কে রক্ষা করার অঙ্গীকার সরকার কে গ্রহণ করতে হবে ৷