কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য: “পুলিশের পরিবার ডাক্তারদের সামনে শিরদাঁড়া নিয়ে দাঁড়ালে কী হবে?”

এনএফবি কলকাতাঃ

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে পুলিশের পরিবারের প্রতি মন্তব্য করে উত্তেজনা সৃষ্টি করেছেন। তিনি বলেন, “ভগবান না করুন যদি পুলিশের কোনও পরিবার শিরদাঁড়া নিয়ে ডাক্তারদের সামনে দাঁড়ায়!” এই মন্তব্যের মাধ্যমে তিনি সম্প্রতি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দিকে কটাক্ষ করেন, যারা লালবাজারে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে শিরদাঁড়া হাতে নিয়ে দেখা করেছিলেন।

কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন, “পুলিশের পরিবারের কেউ যদি ডাক্তারদের সামনে শিরদাঁড়া নিয়ে গিয়ে বলে, অহেতুক পেসমেকার বসাবেন না বা অযথা বেশি বিল করবেন না, তাহলে কী হবে?” তিনি আরও বলেন, “ডাক্তারদের উচিত গরিব মানুষদের কথা বিবেচনা করে কাজ করা, কারণ সমাজ সকলকে নিয়ে চলতে হয়।”

আরজি করের ঘটনায় চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন

সম্প্রতি আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসা না পেয়ে এক দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। কুণাল ঘোষ এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “২৮ বছরের শ্রীরামপুরের এক যুবকের পায়ের ওপর দিয়ে লরির চাকা চলে যায়। তাঁকে আরজি করে রেফার করা হয়, কিন্তু সেখানে নিয়ে আসার পর প্রায় ৩ ঘণ্টা বিনা চিকিৎসায় পড়ে থাকেন এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।”

তিনি বলেন, “ডাক্তারবাবুদের ন্যায্য দাবির প্রতি আমরা সহমত, তবে গরিব মানুষের কথা ভেবে কর্মবিরতিটা বন্ধ করুন। দয়া করে রিলে পদ্ধতিতে কর্মবিরতি পালন করুন, যাতে জরুরি চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয়।”