এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষার পরিকাঠামো নিয়ে একের পর এক প্রশ্ন চিহ্ন উঠে আসছে। যেখানে দেখা যাচ্ছে অধিকাংশ আইসিডিএস কেন্দ্রগুলি খোলা আকাশের নিচে, কোথাও বা ক্লাব ঘরের নিচে, আবার কোথাও ক্লাব ঘরে ভাড়া নিয়ে চালাতে হচ্ছে এই সমস্ত শিশু শিক্ষা কেন্দ্রগুলি। সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাদের নিরাপত্তা নিয়ে একটি প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে ৷
গতকাল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের এক ব্লকে সাউথ খণ্ড জলপাই আইসিডিএস কেন্দ্রে একটি ছোট্ট বাচ্চা খেলতে খেলতে গরম ভাতের ফ্যানের উপর পড়ে যায় এবং তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে বলে জানা গেছে। তড়িঘড়ি তাকে নন্দীগ্রাম এক ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে, অভিভাবকের কথায় স্কুলের নজরদারির অভাবে এই ধরণের ঘটনা ঘটেছে । যদিও বা ব্লক আধিকারিক আইসিডিএস এর কর্মীদের নিয়ে বৈঠকে বসেন সেই সঙ্গে তাদের নিরাপত্তা নিয়েও বিভিন্ন ভাবে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে যাই হোক না কেন এই সমস্ত বাচ্চাদের কোথাও কোথাও দেখা যাচ্ছে খোলা আকাশের নিচে, আবার বৃষ্টির দিনে খোলা ছাদের নিচে আবার কোথাও ভাড়া নিয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে ছাত্র সংখ্যা বেশি থাকলেও শিক্ষক সংখ্যা অনেকটাই কম। আবার কোথাও শিক্ষকের দেখা মিললেও আইসিডিএস কেন্দ্রগুলিতে ছাত্র নেই বললেই চলে। তবে প্রশ্ন যাই থাকুক না কেন বাচ্চাদের নিরাপত্তা যে সত্যিই প্রশ্নচিহ্নের মুখে তা প্রমাণিত ৷