এনএফবি, মুর্শিদাবাদঃ
আজ লালবাগ মহকুমা শাসকের অফিসে প্রায় ২৫ জন গাইডকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ৷ আগামী ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মশালা ৷
উৎকর্ষ বাংলা ও পর্যটন কেন্দ্রের যৌথ উদ্যোগেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে ৷ মুর্শিদাবাদ জেলার জেলাশাসক শরৎ কুমার ত্রিবেদী ও পুলিশ সুপার কে শবরী রাজকুমারের উপস্থিতিতে আজ এই প্রশিক্ষণ কর্মশালার সূচনা হয় ৷
এতদিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটন গাইডরা যে কাজ করছেন তাদের নির্দিষ্ট কোনো পরিচয় পত্র ছিলনা ৷ এছাড়া পর্যটকদের কাছ থেকে তাদের প্রাপ্য অর্থর ও কোন নির্দিষ্ট মান ছিলনা ৷ আশা করা যাচ্ছে, এই প্রশিক্ষণের পর তাদের পরিচয় পত্র এবং অর্থ দীপ্তি বিশেষভাবে জেলা প্রশাসনের নজর থাকবে ৷ প্রায় ১০০ জন পর্যটন গাইডের নাম জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে ৷ এমনটাই জানা গেছে ৷