পিংলায় ধর্ষিতার চিকিৎসার জন্য পরিবারের পাশে দাঁড়ালেন বাম নেতা সুশান্ত

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

এবার ধর্ষিতার চিকিৎসার জন্য পরিবারের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলার সিপিআইএম জেলা সম্পাদক তথা দাপুটে নেতা সুশান্ত ঘোষ ৷ প্রসঙ্গত কয়েকদিন আগে পিংলা থানার পিন্ডরুই গ্রামে এক বিশেষ ভাবে সক্ষম মহিলা কে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৷ ইতিমধ্যেই এই ঘটনায় কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে ৷ বুধবার ওই ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম জেলা সম্পাদক তথা দাপুটে নেতা সুশান্ত ঘোষ ৷

এদিন পরিবারের হাতে তার চিকিৎসার জন্য পনেরো হাজার টাকা তুলে দিলেন তিনি ৷ পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে কার্যত নিশানা করলেন বর্তমান সরকারের উপর ৷ যেখানে তিনি আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যের সমালোচনা করেন, তিনি বলেন জঙ্গলে রাজত্বের ও কিছু নিয়ম কানুন থাকে এখানকার পরিস্থিতি তার থেকেও জঘন্যতম ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি ৷

পাশাপাশি এইদিন সকালে পিংলা ব্লকের উজান এলাকায় অর্ধনগ্ন অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়, যদিও ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের ৷ সেই বিষয় নিয়েও সুশান্ত ঘোষ বলেন আমরাও যাব তার বাড়িতে, প্রমাণ লোপাটের জন্য তাকে খুন করা হয়েছে ৷ আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ মন্ত্রীর উপর কার্যত আঙুল তুলেছেন তিনি।