এনএফবি, শিলিগুড়িঃ
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির কালুয়াজোতে সামাজিক বনসৃজনের অধীন একটি গাছের ডালের ওপরে উঠে পড়ল চিতাবাঘ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
জানা গিয়েছে যে, এদিন সকালে স্থানীয় জনগণ প্রথমে চিতাবাঘটিকে গাছের ডালের ওপরে দেখতে পান। এই দেখে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বন দফতরকে । এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টুকুরিয়াঝাড় রেঞ্জ এবং বাগডোগরা এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা।
এই বিষয়ে এলাকাবাসীরা জানিয়েছেন যে তারা ব্যাপক আতঙ্কের মধ্যে আছেন। যত দ্রুত সম্ভব চিতাবাঘটিকে যেন বনকর্মীরা ধরে নিয়ে যায় ।