এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
প্রচারে বেরিয়ে আক্রান্ত বিজেপি জেলা পরিষদ প্রার্থী। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের উড়ামি এলাকায়।
বিজেপির অভিযোগ, এ দিন বেলা সাড়ে বারোটা নাগাদ বিজেপির জেলা পরিষদের প্রার্থী মমতা মাহাতোর ভোট প্রচার করার সময় তৃণমূলের বাইক বাহিনী অতর্কিতভাবে তাদের উপর হামলা করে। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী, যাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যদিও এবিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।