এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
‘পিসি ভাইপো ব্যাগ গুছাও, এই রাষ্ট্র বিরোধী সরকারকে আমরা সরাবো’, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলায় ৪২ এর ভারত ছাড়ো আন্দোলনের ৮০ তম বর্ষপূর্তিতে অমর শহীদের শ্রদ্ধা জানাতে, উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই দিন পদযাত্রায় হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৌমেন মহাপাত্রের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন,” ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কিছুদিন আগে উনি কিছু ক্যাডারকে নিয়ে আমাকে চোর চোর চোরটা বলেছিল। এখন গোটা ভারতবর্ষ বলছে, চোর চোর চোরটা ভাইপোর পিসিটা।”
প্রসঙ্গত এই কর্মসূচিকে ঘিরে আদালতের দারস্থ হয়ে ছিল বিজেপি। সিবিআই এর তালিকায় ১৯ জন তৃণমূল নেতার নাম নিয়ে তিনি বলেন, “এত ভগবানের মার। আজকে ফাঁকা দেখছেন না, সব পালিয়ে গেছে। বললাম তো ধৈর্য আর সহ্য, লক্ষ্য যদি ঠিক থাকে, পথ যদি সঠিক হয়, অর্জুনের মতো তীর ঠিক জায়গায় লাগবে।” তিনি বলেন অবিভক্ত মেদিনীপুর সিপিএমকে যেমন তাড়িয়েছে, তেমন এই রাষ্ট্র বিরোধী সরকারকে আমরা তারাবো। অন্য দিকে অনুব্রতকে তলব প্রসঙ্গে তিনি বলেন, ” আমি এজেন্সিকে বলবো আটবার তলব করেছেন উনি যাননি। ব্যাগ পৌঁছানোর সময় দেয়া হবে না, এক কাপড়ই নিয়ে যাবে।”