জেলাফিচার

কাটমানির অভিযোগে পথ অবরোধ স্থানীয়দের

এনএফবি, মালদাঃ

তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানির অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বুধবার মির্জাতপুর এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

রতুয়া ২ ব্লকের অন্তর্গত পরানপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও তার সহযোগী তৃণমূলের এলাকার নেতারা আবাস যোজনার নামে কাটমানি নিয়েছে বলে অভিযোগ।

ঘটনাস্থলে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর তারা অবরোধ তুলতে ও যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কারও কাছে ১০ হাজার তো কারও কাছে ৫ হাজার টাকা নিয়েছে তৃণমূলের নেতারা। তবে এখনও পর্যন্ত কেউ আবাস যোজনার ঘর পায়নি।