এনএফবি, মুর্শিদাবাদঃ
দূর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। প্রাণ হারাল এক যাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে দৌলতাবাদ থানা এলাকায়। আহত বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, এ দিন দুপুরে বাস ভর্তি যাত্রী নিয়ে বহরমপুর থেকে করিমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দূর্ঘটনাগ্রস্ত বাসটি।দৌলতাবাদ থানার রাধাকান্তের বাগান এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা মেরে পাল্টি খেয়ে বিপরীতমুখী হয়ে উল্টে যায় বাসটি। বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল বলে খবর। দূর্ঘটনার আওয়াজ শুনেই ছুটে আসে স্থানীয়রা। তারপরেই উদ্ধার কাজে হাত লাগায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দৌলতাবাদ থানার পুলিশ। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাণ হারান আহত এক যাত্রী। মৃতের নাম খালেদা বিবি মন্ডল(৫৪)। তবে হঠাৎ কি কারনে ঘটল এই দূর্ঘটনা তার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।