ক্রীড়া

বিজয় উৎসবে মুখ্যমন্ত্রীর ফোন বার্তায় উল্লসিত সাদাকালো শিবির

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইএসএলে খেলতে মহমেডান স্পোর্টিং ক্লাবকে সব রকম সাহায‍্য করতে প্রস্তুত মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। লিগ জয়ের বিজয় উৎসবে মুখ‍্যমন্ত্রীর এমনই বার্তা পৌঁছতেই উল্লাসিত উপস্থিত মহমেডান কর্তা থেকে ফুটবলার, সদস‍্য-সমর্থকরা। শরদ পাওয়ারের সঙ্গে রাজনৈতিক বৈঠকের জন‍্য গতকালই মুম্বই পৌঁছে গিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। কিন্তু মহমেডান স্পোর্টিংয়ের লিগ জয়ের বিজয় উৎসবে ফোনে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন মমতা। ফিরহাদ হাকিমকে ফোন করে শুভেচ্ছা বার্তা জানান মুখ‍্যমন্ত্রী। সেই বার্তা রেকর্ড করে বিজয় উৎসবের মঞ্চ থেকে উপস্থিত সাদা-কালো সদস‍্য-সমর্থক, কর্তাদের উদ্দেশ্যে শোনানো হয়। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় সেই বার্তায় জানান, ”মহমেডানকে কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন হওয়ার জন‍্য ধন‍্যবাদ জানাই। আমি চাই শুধু বাংলা নয়, গোটা ভারতে সাফল‍্য আসুক মহমেডানের। আমি চাইছি মহমেডান আইএসএলে খেলুক। তার জন‍্য আমরা সবাই সাহায‍্য করব।” প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ইস্টবেঙ্গলের আইএসএলে খেলতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বড় ভূমিকা ছিল। এমনকি এই বছর বাঙ্গুর গোষ্ঠীকে ইস্টবেঙ্গলে ইনভেস্টর হিসেবে রেখে দেওয়ার জন‍্য মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বিশেষ ভূমিকা আছে। সেই কারণে এদিন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের আইএসএলে খেলার বার্তা পেয়ে আশার আলো দেখছেন মহমেডান কর্তারা। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলার আর এক প্রধান ইস্টবেঙ্গল আইএসএলে খেলছে। এদিন মহামেডান ক্লাবের চল্লিশ বছর পরে ক্লাবের লিগ জয়ের সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু ছাড়াও আইএফএ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায়, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত ছিলেন।