ক্রীড়া

মহামেডান স্পোর্টিং সব ম্যাচ খেলে জেতার জন্যঃ দীপেন্দু

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

গতবার কলকাতা লিগ ৪০ বছর পরে জিতলেও ডুরান্ড কাপ আর আই লিগে রানার্স হয় ক্লাব। এবার টার্গেট সব টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়া। সাদা কালো ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস জানালেন,”আগের বারও আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করেছিলাম। আই লিগ এবং ডুরান্ড কাপ আমরা জিততে পারিনি। সবার প্রথম টার্গেট ডুরান্ড কাপ ও আই লিগ জেতা। মহামেডান স্পোর্টিং সব ম্যাচ খেলে জেতার জন্য। সেটা আমরা চেষ্টা করবো। হয়তো সম্ভব নয়, তবে আমাদের টার্গেট থাকবে প্রতিটা ম্যাচ জেতা। দল ভালো তৈরী হয়েছে । বাছাই করা ভালো মানের ফুটবলার পেয়েছি। আশা করি আমরা এবার সব টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হতে পারব।”

সচিব দানিশ ইকবাল জানালেন, “আমরা অনেক আশাবাদী আসন্ন মরশুমে এই দল নিয়ে। অনেক প্রোফাইল দেখে ইনভেস্টার বাঙ্কার হিলের সঙ্গে আলোচনা করে এই দলটা বেছেছি।” তিন প্রধানের মধ্যে মহামেডানই প্রথম অনুশীলন শুরু করেছে।