হাথরাস গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত, বেকসুর খালাস ৩ অভিযুক্ত
এনএফবি, ওয়েব ডেস্কঃ
আড়াই বছর পর উত্তর প্রদেশের হাথরাস গণধর্ষণ ও খুনের মামলায় বৃহস্পতিবার সাজা ঘোষণা করল আদালত। নৃশংস সেই ঘটনায় মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে উত্তরপ্রদেশের এসসি-এসটি আদালত। অপরদিকে তিন অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এ দিন চার অভিযুক্ত সন্দীপ (২০), রবি (৩৫), লব কুশ (২৩) ও রামুকে (২৬) এসসি-এসটি আদালতে পেশ করা হয়। বিচারক এদের মধ্যে তিন জনকে বেকসুর খালাসের নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২০২০-র ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে দলিত মহিলাকে গণধর্ষণ এবং নির্যাতনের অভিযোগ ওঠে। ২৯ সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।