ফিচাররাজ্য

পার্থর পাশে না থাকলেও অনুব্রতর হয়ে লড়াই করার ইঙ্গিত স্পষ্ট করলেন মমতা

এনএফবি, কলকাতাঃ

এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের সাতদিনের মধ্যে মন্ত্রীত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি পার্টির মহাসচিব পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয় ৷ কিন্তু বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে গরু পাচার কান্ডে সিবিআইয়ের গ্রেফতারের তিনদিনের মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অবস্থান আজ স্পষ্ট করলেন ৷

তৃণমূল সুপ্রিমো যথার্থ বুঝিয়ে দিলেন, পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মন্ডলকে একই ক্ষেত্রে রাখছেন না তিনি ৷ বীরভূমের জেলা সভাপতির হয়ে দলকে নিয়ে ময়দানে নামবেন তিনি ৷আইনি সহায়তা করবেন কিনা সেই বিষয়টা যদিও এখন স্পষ্ট নয় ৷ তবে অনুব্রত মন্ডল আর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের বিস্তর ফারাক আছে ৷ অনুব্রতর বাড়ি তল্লাসি করে নগদ অর্থ কিছুই পায়নি সিবিআই৷ তাঁর দেহরক্ষীর অর্থ অনুব্রতর কিনা তাও সেটা তদন্ত সাপেক্ষ ৷ অপরদিকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ সম্পত্তির হদিশ প্রভৃতি থেকে এটা প্রমাণিত যে প্রাক্তন মন্ত্রী অনিয়মের সঙ্গে সরাসরি যুক্ত ৷

যদিও অনুব্রত মন্ডলের গ্রেফতারের দিন সাংবাদিক বৈঠকে তৃণমূল দলের দুই মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য এবং সমীর চক্রবর্তী স্পষ্ট বার্তা দিয়েছিলেন দুর্নীতির প্রশ্নে দলের জিরো টলারেন্সের প্রসঙ্গ ৷ কিন্তু আজ তার একবারে বিপরীতে গিয়ে তৃণমূল সুপ্রিমোর রাজনৈতিক অবস্থান যে একেবারে ভিন্ন তা বলার অপেক্ষা রাখেনা ৷ তবে আগামীতে বিষয়টি কোন দিকে ধাবিত হবে সেই দিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল ৷