পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির ফলে আমের মূল্য বৃদ্ধির আশঙ্কা

এনএফবি, জলপাইগুড়িঃ

পেট্রোলের দাম বৃদ্ধির ফলে এই বছর চড়া দামেই কিনতে হবে আম। এমনটাই আশঙ্কা করছেন আম বিক্রেতারা।যদিও এখন বাজারে পাকা আম আসতেই ক্রেতার ভিড় চোখে পড়ার মতো ।

গ্রীষ্মের শুরুতেই নাগপুরের পাকা আম বিক্রি শুরু হয়ে গিয়েছে ।যার মূল্য কিলো প্রতি দেড়শো থেকে একশো ষাট টাকা। কিন্তু এই আম বাজারে আসা শুরু হলেও আগামী তে আমের দাম অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন বিক্রেতারা।কারণ এই বার ফলন অনেকটাই কম হয়েছে। তার মধ্যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে অনেক বেশি।সেই কারণেই আগামীতে গত বছরের তুলনায় আমের দাম বৃদ্ধি পাবে । যদিও এখন নতুন আম পেয়ে বেশ খুশীতেই কিনছেন ক্রেতারা।