অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
আর মাত্র ৪ মাসের অপেক্ষা তারপরই শুরু হবে ফিফা বিশ্বকাপ। আগামী ২২ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবলের এই মহোৎসব। তাই নিয়েই সব দলের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে ৩২টি দেশ এবং গ্রুপ বিন্যাসও হয়ে গিয়েছে। এক কথায় বলা যায় সবাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। আর এই পরিস্থিতিতে শুক্রবার (৮ জুলাই) বিশ্বকাপের জন্য নতুন জার্সি প্রকাশ করল আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির পাশাপাশি ফরোয়ার্ড ডি মারিয়া, মিডফিল্ডার রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো, তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজদেও নতুন জার্সি পরা ছবি পোস্ট করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। পথে জার্সি যে রকম ছিল, সেগুলি থেকে ধারণা নিয়েই এবারের জার্সির ডিজাইনে নজর দেওয়া হয়েছে। তবে বেশ কিছুটা ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মতোই করা হয়েছে। জার্সির ওপর থেকে নিচের দিকে সাদা রঙের ওপর তিনটি স্ট্রাইপ রয়েছে। বুকের এক পাশে এএফএর লোগো এবং আরেক পাশে এডিডাসের কালো লোগো। হাফ স্লিভ জার্সির হাতায় তিনটি কালো দাগ আছে। গলায়ও কালো বর্ডার রয়েছে। আগামী ২৯ আগস্ট থেকে অ্যাডিডাসের শোরুমগুলোতে আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের এই জার্সি বিক্রি করা হবে বলেও জানা যাচ্ছে।
উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।ইতিমধ্যেই বেশ ভালো ফর্ম এর মধ্যেই আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পরে তারা ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালি সলিমা ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। মেসির ক্যাবিনেটে ওঠে দুটো আন্তর্জাতিক ট্রফি। এই আর্জেন্টিনাকে অনেকটা গোছানো লাগছে। তারা অনেকটাই মেসি নির্ভরতা কাটিয়ে উঠেছে।