অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
সবুজ মেরুন ঝড় বজায় থাকলো। মঙ্গলবার এএফসি গোয়াকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা হায়দ্রাবাদ এফসির ঘাড়ে নিশ্বাস ফেলল এটিকে মোহনবাগান। মঙ্গলবার ম্যাচের শুরুতেই ৩ মিনিটে এটিকে মোহনবাগানের প্রবীর দাসের ক্রস থেকে মনবীর প্রায় গোল করেই ফেলেছিলেন। কিন্তু বাঁচিয়ে দেন গোয়ার কিপার ধীরজ। সেই সময়ে পায়ে লেগেছিল মনবীরের। এর পরই কর্নার পায় এটিকে মোহনবাগান। লিস্টন কোলাসোর কর্নার কিক থেকে ব্যাক ফিল্প হেডারে ১-০ করেন মনবীরই । দুরন্ত গোল। কিছুই করার ছিল না ধীরজের। এক গোল করে আক্রমণ আরও বাড়িয়ে ফেলে সবুজ মেরুন ব্রিগেড। অন্যদিকে এফসি গোয়ার একাধিক ফুটবলার করোনায় আক্রান্ত হয়। ম্যাচের আগের দিন অর্থাৎ সোমবার এফসি গোয়া অনুশীলন বা প্রথাগত সাংবাদিক বৈঠক—কিছুই করেনি। তবে আইএসএলের যা নিয়ম, তাতে গোলকিপার-সহ ১৫ জন ফুটবলার সুস্থ থাকলেই ম্যাচ হতে পারে। সেই নিয়মে ম্যাচ কিন্ত হল। মোহনবাগান এদিন শুরু থেকেই সন্দেশ ঝিঙ্গালকে মাঠে নামায়।
আরও পড়ুনঃ বাংলার প্রাক্তন ফুটবলারদের জন্য চালু হচ্ছে পেনশন
প্রথম দিকে লিস্টন কোলাসোর দূরপাল্লার শট অল্পের জন্য জালে জড়ালো না। না হলে তখনই ২-০ এগিয়ে যেতে পারত এটিকে মোহনবাগান। যদিও পিছিয়ে যাওয়ার পরেও কিন্তু গোয়া ডিফেন্সিভ ফুটবল খেলেনি। বরং ডেরেক পেরেরার দল আক্রমণ নির্ভর ফুটবলই খেলে। তবে ম্যাচের ৪৩ মিনিটে মাঠে আলো নিভে গেল। বন্ধ রইল কিছুক্ষণ ম্যাচ। আইএসএলের মত ভারতের এক নম্বর টুর্নামেন্টে আলো নিভে যাওয়ায় লজ্জার মুখে পড়ল ভারতীয় ফুটবল। দ্বিতীয়াধে ফের ম্যাচ শুরু হলে কাউকোর পাস থেকে ফের বাগানকে এগিয়ে দিলেন মনবীর সিং। এরপরে কাউকোকে বসিয়ে আশুতোষ মেহেতাকে নামান জুয়ান। তবে বাগান কোচের প্রাক্তন দলকে বেশ দিশেহারা মনে হয় জোড়া গোল খাওয়ার পরে। অন্যদিকে আক্রমণ ক্রমশ চালু থাকে সবুজ মেরুন ব্রিগেডের। তবে আর গোলের মুখ খোলেনি বাগানের। অন্যদিকে গোয়া সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। এই জয়ের ফলে টানা দশ ম্যাচ অপরাজিত গঙ্গাপাড়ের ক্লাব। একইসঙ্গে আইএসএলের ইতিহাসে শততম ম্যাচে জিতে কেরালা ব্লাস্টার্স এর টানা নয় ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে দিল তারা। গোয়া দলে যেমন করোনার প্রকোপ ছিল তেমনই মোহনবাগানে চোট-আঘাত সমস্যা রয়েছে। আবার তেমনই করোনা কাটিয়ে প্লেয়াররা এখনও পুরো ফিট হয়ে উঠতে পারেননি। যে কারণে চিন্তায় ছিলেন বাগান কোচ। এই জয়ে সেই চিন্তা খানিকটা হলেও কমলো। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদ এফসির সঙ্গে সমান পয়েন্ট মোহনবাগানের।
আরও পড়ুনঃ কেরালার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ভরাডুবি এসসি ইস্টবেঙ্গলের