ক্রীড়া

কৃষ্ণলীলায় চেন্নাইয়ান ম্যাচ জিতে লিগ শীর্ষে মোহনবাগান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অনেকদিন পর আইএসএল (isl) দেখলো কৃষ্ণলীলা। ফলস্বরূপ চেন্নাইয়ান এফসিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেলো এটিকে মোহনবাগান। অফ ফর্ম থাকা রয় কৃষ্ণর প্রতি আস্থা রেখেছিলেন বাগান কোচ। সেই মর্যাদা দিলেন রয় গোল করে। চেন্নাইয়ান ম্যাচে প্রথম একাদশে দুটো বদল করে এটিকে মোহনবাগান । লাল কার্ডের নির্বাসন কাটিয়ে, আহত হুগো বৌমাসের বদলে দলে আসেন রয় কৃষ্ণ। আশুতোষ মেহেতার বদলে প্রথম একাদশে সুযোগ পেলেন দীপক টাংরি । অন্যদিকে চেন্নাইয়ানের হয়ে অভিষেক হয় সমীক মিত্রর। শুরু থেকেই এদিন দুই দল আক্রমণ নির্ভর ফুটবল উপহার দেয়। ম্যাচের ২ মিনিটেই কৃষ্ণর শট বারে লেগে ফিরে আসে। ২০ মিনিটে- কাউকোর ভাল প্রয়াশ পেনাল্টি বক্সের বাইরে থেকে জনি কাউকোর শট গোলের খুব একটা বাইরে না থাকলেও, চেন্নাইয়িন গোলরক্ষক শমিককে সেভ করতে হয়নি। কর্ণার থেকে তেমন কোনো গোলের সুযোগ তৈরি হয়নি। এরপরে মিনিটে চেন্নাইয়ের রহিম আলি মাঝমাঠে বল পেয়ে মোহনবাগান গোলের দিকে এগিয়ে যান। তাঁর আশেপাশে কোনো চেন্নাইয়িন ফুটবলার না থাকায় নিজেই তিনি শট মারেন । তবে তাঁর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপরে ২ দলই গোল পেতে মরিয়া হতে থাকে। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টির আবেদন নাকচ করে চেন্নাইয়িন পেনাল্টি বক্সের কাছে বল ইন্টারসেপ্ট করে জিতে নেন লিস্টন। তারপর কৃষ্ণর সঙ্গে ওয়ান টু খেলে শট চেনাইয়িন গোলের দিকে এগোন তিনি। তবে শট মারার আগেই চেন্নাইয়িন রক্ষণের চ্যালেঞ্জে পড়ে যান তিনি। মোহনবাগান ফুটবলাররা পেনাল্টির দাবি করলেও, ফাউল অবধি দেওয়া হয়নি। প্রথমার্ধের শেষের অতিরিক্ত ১-০ এগিয়ে গেল গঙ্গাপাড়ের ক্লাব। জনি কাউকোর থ্রু বল থেকেই বাজিমাত করেন রয় কৃষ্ণ। দ্বিতীয়াধে ডিফেন্স নির্ভর ফুটবল খেলে সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের ৬৩ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে নিখুঁত ফার্স্ট টাপ এবং ফিনিশ করে চেন্নাইয়িনের বল পোস্টে লাগে, অল্পের জন্য রক্ষা পেল এটিকে মোহনবাগান। ৬৮ মিনিটে লিস্টনের জায়গায় মাঠে এলেন প্রবীর। জনি কাউকোর জায়গায় লেনি এলেন মাঠে। এলেন প্রবীর। ৭৬ মিনিটে মোহনবাগান কোচ টাংরির বদলে এটিকে মোহনবাগানের হয়ে মাঠে নামলেন ডার্বির হ্যাটট্রিক হিরো কিয়ান নাসিরিকে নামান। এরপরেই কিয়ানকে ফাউল করা হলে বেশ ভাল জায়গায় ফ্রি-কিক পায় এটিকে মোহনবাগান। তবে ফ্রি-কিক থেকে প্রীতম কোটালের ডেলিভারি অত্যন্ত দূরে থাকায় হেড করলেও বল লক্ষ্যে রাখতে পারেননি সন্দেশ । ফলে গোল হয়নি । ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে আশুতোষ মেহেতার জায়গায় শুভাশিস বসুকে নামান বাগান কোচ জুয়ান । ১-০ গোলে জয় পেয়েই মাঠ ছাড়ে মোহনবাগান । একইসঙ্গে ১৫ ম্যাচে অপরাজিত থাকার নজিরও সৃষ্টি করল গঙ্গাপাড়ের ক্লাব।