অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
চলতি আইপিএল ইতিহাসের সবথেকে খারাপ পারফরমেন্স করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আট ম্যাচ হয়ে গেলেও এখনও আইপিএল জয়ের খাতা খুলতে পারেনি মুম্বই । দলের এই ব্যর্থতায় সবথেকে বেশি প্রশ্ন উঠেছে দলের অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মা এবং তার ওপেনিং পার্টনার ইশান কিশানের দিকে। যে ইশানকে সবথেকে সবথেকে বেশি দামে দলে নেয় মুম্বই । তবে দলের ভরাডুবিতেও ইশান এবং রোহিতের পাশে মুম্বই কোচ রবিন সিং।
এদিন রবিন জানান,”ইশান কিশানকে বেশ কিছু জায়গাতে আমরা সাহায্য করেছি যেখানে তাঁর উন্নতি করা প্রয়োজন। প্রতিযোগিতার এগোনোর সঙ্গেই তা ঠিক হয়ে যাবে বলেও আশাবাদী আমরা”।
ইশান কিশানের পাশাপাশি এবার রোহিত শর্মার ব্যাটেও তেমন রান নেই। এখনও পর্যন্ত মাত্র ১৫৩ রান করতে পেরেছেন রোহিত শর্মা। যাঁর গড় মাত্র ১৯.১৩। কিন্তু রবিন সিং তাঁকে নিয়ে যথেষ্ট আশবাদী। রোহিত শর্মার সঙ্গেও তাদের কথাবার্তা হয়েছে। একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে কী করতে হবে এবং কেমনভাবে রানে ফিরতে হয় তা রোহিত শর্মার জানা রয়েছে। তেমনভাবেই রোহিত নিজের প্রস্তুতিও চালিয়ে যাচ্ছেন।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং এবার ডুবিয়েছে মুম্বইকে। জসপ্রীত বুমরাহকে বাদ দিলে এবারের আইপিএলে মু্ম্বই ইন্ডিয়ান্সের কোনও বোলারই সফল নন। এবারে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে রয়েছেন টাইমাল মিলস, বাসিল থাম্পিরা। ইতিমধ্যেই মিলস পাঁচ ম্যাচ খেলে মাত্র ৬ উইকেট নিতে পেরেছেন। অন্যদিকে বাসিল থাম্পিয় পাঁচ উইকেট নিয়েছেন পাঁচ ম্যাচে। কিন্তু রান দিয়েছেন ১৫২। জসপ্রীত বুমরাহকে ছাড়লে আর কোনও বোলারই এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বাইশগজে দাগ কাটতে পারেননি।
বুমরাহর পাশে সেই কারণে বোলিং শক্তিশালী করতে ধওয়াল কুলকার্নিকে দলে নেয় মুম্বই দল। ইতিমধ্যে মুম্বই শিবিরে যোগও দিয়ে দিয়েছেন তিনি। আপাতত বায়ো বাবলে রয়েছেন এই তারকা ক্রিকেটার। কয়েকদিনের মধ্যেই অনুশীলন শুরু করবেন তিনি।
একইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ-হাতি মিডিয়াম বোলার আরশাদ খান চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন। তাঁর বদলি হিসেবে মুম্বই মধ্যপ্রদেশের বাঁ-হাতি স্পিনার কুমার কার্তিকেয় সিংকে দলে নেয়।
টানা আটটি খেলায় আটটি হারের ফলে, মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফে স্থান পাওয়ার লড়াই থেকে বাদ পড়েছে এবং পাঁচবারের চ্যাম্পিয়নরা এখনও এই মরশুমে একটিও জয় অর্জন করতে পারেনি। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি এখনও তাদের শক্তিশালী একাদশ হাতড়াচ্ছে এবং তাদের নিলাম কৌশল নিয়ে ইতোমধ্যেই বিস্তর প্রশ্ন উঠেছে।